গাজায় গণহত্যা এবং খাবার ও পানি বন্ধ করে খুনিরাষ্ট্র আমেরিকা বৃটেন জার্মান ইসরাইলের এহেন হিংস্র মর্মান্তিক খুন ও ধ্বংসযজ্ঞের জন্য তাদের চেয়েও মুসলিম জাতি বেশি অপরাধী।
মুসলিম মিল্লাত প্রাণাধিক প্রিয়নবীর দেয়া ও শাহাদাতে কারবালার আমানত মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াতের লক্ষ্যে মানবতার রাজনীতি বর্জন করে অরাজনৈতিক হয়ে এবং মোয়াবিয়াবাদি কুফরির পথ ধরার কারনেই জীবন ও দুনিয়ার উপর সব বাতিল জালিম খুনি অপশক্তির স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত কায়েম হয়ে এ ভয়ংকর অবস্থা তৈরি হয়েছে।
মোয়াবিয়াবাদি মুলুকিয়তপন্থা পীর আলেম মাদ্রাসা খানকাহ দরবার নামধারী মূর্খ ও বাতিলের দালালরা মুসলিম মিল্লাতকে অরাজনৈতিক গন্ডীবদ্ধ করে আবার বাতিল জালিম অপশক্তির অপরাজনীতির স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তের দালাল বানিয়ে ইসলাম ও মুসলিম মিল্লাত এবং মানবমন্ডলীকে ধ্বংস করে দিয়েছে।
একক ধর্মের নামে ও একক জাতীয়তাবাদের একক গোষ্ঠীর স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা যতদিন থাকবে ততদিন মানবতার বিরুদ্ধে যুদ্ধ চলতেই থাকবে। এখনো যদি খেলাফতে ইনসানিয়াত বিপ্লবের লক্ষ্যে মুসলিম মিল্লাত ও মানবিক মানুষ ঐক্যবদ্ধ হয় চব্বিশ ঘণ্টার মধ্যেই একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতন্ত্র উৎখাত হয়ে সব মানুষের জন্য নিরাপদ জীবনের নিরাপদ শান্তিময় মানবিক দুনিয়া প্রতিষ্ঠিত হয়ে যাবে।
খুন জুলুম উৎখাত ধ্বংসযজ্ঞ থেকে মিল্লাত মানবতার মুক্তির একমাত্র উপায় ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ না হলে কারো ঈমান হবে না এবং কারো কোনো এবাদত কবুল হবে না বরং আল্লাহতাআলা ও তাঁর হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবাই এসব খুন জুলুমের শরিক অপরাধী গণ্য হবে।
– ইমাম হায়াত
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব (World humanity revolution)
মন্তব্য করুন