রাজনীতি জীবনের অন্যতম নিয়ন্ত্রক শক্তি – ইমাম হায়াত

রাজনীতি জীবনের অন্যতম নিয়ন্ত্রক শক্তি - ইমাম হায়াত

রাজনীতি জীবনের অন্যতম নিয়ন্ত্রক শক্তি।

মানবতা বিরোধী অপরাজনীতি এখন জীবন ও দুনিয়ার নিয়ন্ত্রণ করছে। অরাজনৈতিক হওয়া অস্তিত্বহীনতা এবং মিথ্যা ও জুলুমের স্বৈরদস্যুতার কাছে আত্মসমর্পণ। অরাজনৈতিক হওয়া মানব জীবন অস্বীকার করা এবং জীবন বিরোধী অপরাজনীতি করা জীবন বিরোধী অপরাধ।

ধর্মের নামে অধর্ম উগ্রবাদি সাম্প্রদায়িক রাজনীতি ও বস্তুবাদি জাতীয়তাবাদি রাজনীতি সত্য ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ। মানবতার সকল সংকটের মূল কারণ একক ধর্মের নামে ও একক জাতীয়তাবাদের নামে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতান্ত্রিক অপরাজনীতি ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা।

সত্য ও মানবতার মুক্তির একমাত্র রাজনৈতিক দিকদর্শন প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত সব মানুষের কল্যাণে- সব মানুষের ভালোবাসায় সব মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি সর্বজনীন মানবতার রাজনীতি।

মানবতার রাজনীতির লক্ষ্য প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত সব মানুষের নিরাপত্তা- অধিকার- স্বাধীনতা- মর্যাদা- মালিকানা ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত (representative authority of life and state and world structure of universal humanity.)

– ইমাম হায়াত
ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ (Humanity Revolution, Bangladesh)

মন্তব্য করুন