মানবিক অস্তিত্বের সুরক্ষা এবং দেশ ও জীবনের কল্যাণে ঐতিহাসিক সুসংবাদ দুনিয়াব্যাপী গোষ্ঠীবাদি অপরাজনীতির সংকট থেকে বিপন্ন মানবতার মুক্তির সুপ্রভাত-
বস্তুর ঊর্ধ্বে জীবনের সংজ্ঞায় মানবসত্তা ও জীবনের সার্বভৌমত্বের ভিত্তিতে মানবতার দর্শন ও একক গোষ্ঠীবাদি স্বৈরতামুক্ত সর্বজনীন মানবতার রাষ্ট্র ও অখন্ড মানবতার অবিভাজ্য বিশ্বব্যবস্থার রাজনৈতিক দিকদর্শন- খেলাফতে ইনসানিয়াত (representative authority of life & humanity beyond any discrimination, flow of truth & wealth, structure of right & freedom, state and world of peace-safety & universal humanity under light of divine values; given by beloved holy Rasul) এর রূপরেখা-
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব (World humanity revolution)
(Natural philosophy of life & humanitarian politics & party for non sectarian universal humanitarian state & world for all of mankind based on divine values, human rights & democracy, for freedom of self & safety of life, flow of truth & knowledge, world citizenship along with state citizenship, ownership of wealth & world for everyone)।
মানবিক সাম্যের ভিত্তিতে সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির উদয় প্রতিটি মানুষের নিরাপত্তা- অধিকার- মর্যাদায় বিশ্বাসী সকল মানুষের বিজয়, মানবতার বিজয়।
ইনসানিয়াত বিপ্লব এর মূল কথা বস্তুর ঊর্ধ্বে মানবসত্তা বা বস্তুর ঊর্ধ্বে মানুষ হিসেবে মানবিক আত্মপরিচয় অর্থাৎ জীবন সব কিছুর ঊর্ধ্বে, রাষ্ট্রেরও ঊর্ধ্বে; জীবনের জন্যই রাষ্ট্র ও বিশ্ব।
ইনসানিয়াত জীবনের সত্য হিসেবে মানবসত্তার উপলব্ধি তথা সকল বস্তুর ঊর্ধ্বে জীবন একমাত্র স্রষ্টার নামে জীবনের সত্যে বিশ্বাস এবং স্রষ্টার আলোকধারায় সত্যমূখী গতিশীল জীবন।
ইনসানিয়াতের দৃষ্টিতে প্রতিটি জীবনই স্বাধীন, মূল্যবান ও সম্মানিত; মানুষ হিসেবে সবার নিরাপত্তা- অধিকার- মর্যাদা- স্বাধীনতা- অলংঘনীয়, জীবনের স্রষ্টা এবং স্রষ্টার আলো ও সৃষ্টির জন্য গুণ- জ্ঞান- কল্যাণের উৎস মহান রেসালাত ছাড়া জীবনের ঊর্ধ্বে কিছু নেই, জীবনের কোন বর্ডার বা গন্ডী নেই, রাষ্ট্র ও দুনিয়া এবং সকল সম্পদ স্রষ্টা প্রদত্ত প্রাকৃতিকভাবেই সবার সব মানুষের- এক গোষ্ঠীর নয়।
ইনসানিয়াতের দৃষ্টিতে দয়াময় স্রষ্টা ও স্রষ্টার রাসুলের প্রদত্ত মালিকানায় প্রতিটি মানুষ তার নিজ জীবন ও সম্পদের মালিক এবং সমগ্র দুনিয়ার মালিক। রাষ্ট্রীয় নাগরিকত্ব ও বিশ্ব নাগরিকত্ব উভয়ই মৌলিক প্রাকৃতিক অধিকার, যা অস্বীকার জীবন অস্বীকার।
ইনসানিয়াত বা মানবতা কেবল রিলিফ বা সাময়িক ত্রান নয়। ইনসানিয়াত মানবজীবনের পূর্ণাংগ রূপরেখা যা জীবনের সত্তাগত, আত্মিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক নিয়ে জীবনের লক্ষ্য উদ্দেশ্য ও সাফল্যের অভিযাত্রা; একইসাথে ইনসানিয়াত জীবন বিরোধী ও মানবতা বিধ্বংসী সকল অপশক্তি তথা মিথ্যা- অবিচার- জুলুম- শোষন- রূদ্ধতা- স্বৈরতা থেকে জীবন ও দুনিয়াকে রক্ষার সাধনা। আত্মিক ও রাজনৈতিক তথা জীবনের সকল অধ্যায় নিয়ে এবং ধর্ম- দেশ- জাতি নির্বিশেষে সমগ্র মানবমন্ডলীকে নিয়ে ইনসানিয়াত বিপ্লব।
ইনসানিয়াত বিপ্লবের মূল বিষয় রাজনীতি নয়- জীবননীতি, যেখানে জীবননীতির অপরিহার্য্য অবিচ্ছেদ্য অধ্যায় মানবতার রাজনীতি। মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র ব্যতীত মানবজীবন মানবতা বিরোধী অপশক্তির গ্রাসে রূদ্ধ ও ধ্বংস হয়ে যায়।
মানবসত্তা- মানবিক গুণাবলী- মানবিক মানুষ- মানবিক সমাজ- মানবতার সেবা- মানবতার রাজনীতি- মানবতার অর্থনীতি- মানবতার রাষ্ট্র- মানবতার বিশ্ব এবং জীবনের সত্যমূখী বিকাশ ও গতিশীলতাই ইনসানিয়াত বিপ্লব।
ইনসানিয়াতের ভিত্তিতে দেশ ও দুনিয়া এবং সম্পদ সবার, মানবতা অখন্ড, রাজনীতি-রাজনৈতিক দল ও রাষ্ট্র হতে হবে সর্বজনীন; একক ধর্ম- একক জাতি- একক ভাষা- একক বর্ণ- একক গোত্র- একক শ্রেণি ভিত্তিক নয়।
একক ধর্ম বা একক জাতীয়তাবাদি রাজনীতি ও রাষ্ট্র ধর্মের মূল্যবোধ বিরোধী এবং মানবতা বিধ্বংসী অন্যায়। সর্বজনীন মানবতার রাজনীতিই সকল মানুষের কল্যাণে একমাত্র রাজনীতি ও একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রই সকল মানুষের কল্যাণে একমাত্র রাষ্ট্রব্যবস্থা।
মানবতাই ধর্মের শিক্ষা; ধর্মের নামে রাজনীতি ও রাজনৈতিক দল এবং রাষ্ট্র ধর্মের নামের অপব্যবহার ও ধর্মের প্রকৃত শিক্ষা বিরোধী এবং ধর্মের জন্য ধ্বংসাত্মক।
বস্তুবাদি চেতনা মানবসত্তা ও মানবিক গুণাবলী ধ্বংস করে মানুষকে হিংস্র পাশবিক অমানুষ বানায় এবং বস্তুবাদি জাতীয়তাবাদি রাজনীতি মানবিক ভ্রাতৃত্ব ও অখন্ডতা ধ্বংস করে এবং জীবনের গতি ও সম্পদ রূদ্ধ করে ধ্বংসাত্মক বিভেদ, বিদ্বেষ ও মানবতার চরম সংকট সৃষ্টি করে।
জীবন ও মানবতার সকল সংকটের মূলে আছে একক ধর্মের নামে ও একক জাতীয়তাবাদের ভিত্তিতে প্রচলিত একক গোষ্ঠীবাদি অপরাজনীতি। মানবতার রাজনীতি ছাড়া জীবনের স্বাধীনতা ও মানবতার সংকট থেকে মুক্তি নেই।
মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াত (the basic truth of life & humanitarian structure of state & world) যার রূপরেখা-
১) প্রতিটি মানুষ তার বিশ্বাস ও আদর্শ নিয়ে চলবে, রাষ্ট্র বা কেউ চাপিয়ে বা নিষিদ্ধ করতে পারবে না,
২) রাষ্ট্র ও সম্পদ হবে সবার, একক গোষ্ঠীর নয় এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব ও সম্পদের গণতন্ত্রায়ণ,
৩) থাকবে সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহ, রাষ্ট্র বা কেউ পারবে না রূদ্ধ করতে,
৪) রাষ্ট্র হবে জনগণের সুরক্ষা ও সেবামূলক যা প্রতিটি মানুষের যে কোন সংকটে দায়িত্ব পালন করবে এবং রাষ্ট্রীয় কোষগার যে কোন বিপন্ন মানুষের হক থাকবে।
দুনিয়ায় ইনসানিয়াত ও এন্টি-ইনসানিয়াতের দ্বন্দ্ব চিরন্তন, আত্মিক ও রাজনৈতিক এবং জীবনের সব দিকে বিপরীত এই দুইধারা ব্যাপ্ত, ইনসানিয়াত তথা সত্য- সুবিচার- মানবতা- অধিকার- স্বাধীনতা- ন্যায়- নিরাপত্তা বিরুদ্ধে এন্টি-ইনসানিয়াত তথা মিথ্যা- অবিচার- জুলুম- শোষন- পরাধীনতা- অন্যায়- দস্যুতা- পাশবতা- বর্বরতা- স্বৈরতার আগ্রাসন চলমান, জীবনের বিরুদ্ধে জীবন বিরোধী অপশক্তির যুদ্ধ চলমান।
এ অবস্থায় জীবন ও মানবতায় বিশ্বাসী আমরা সব মানুষকে নিজেদের জীবন ও অস্তিত্ব এবং যার যার ধর্ম ও আদর্শ এবং দেশ ও মানবতা রক্ষায় ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে।
– ইমাম হায়াত
ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ (Humanity Revolution, Bangladesh)
মন্তব্য করুন