ইনসানিয়াত বিপ্লব (humanity revolution) কে সংক্ষেপে ইনসানিয়াত বলা হয়। মানবসত্তা, মানবাধিকার ও মানবতার রাষ্ট্র এই তিন টি বিষয় নিয়ে ইনসানিয়াত বিপ্লব।
এটার প্রথম বিষয় রাজনীতি নয়, জীবনের সংজ্ঞা ও ব্যাখ্যা, জীবনের সত্য উপলব্ধি, জীবন নীতি বা মানবসত্তা রক্ষা করা, ভাষা-গোত্র-লিংগ-বর্ণ-বর্ডার-দেশ-রাষ্ট্র সকল বস্তুর ঊর্ধ্বে ও সকল গন্ডীর ঊর্ধ্বে মানবসত্তার উপলব্ধি, জীবন সব কিছুর ঊর্ধ্বে- জীবনের ঊর্ধ্বে জীবনের দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান আলো মহান রেসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া কিছু নেই।
জীবনের এ সত্য ও মানবসত্তার পর ইনসানিয়াতের মূল বিষয় জীবনের আত্মমালিকানা ও দুনিয়ার মালিকানা, জীবনের অধিকার-নিরাপত্তা-স্বাধীনতা-মর্যাদা, মানবিক দৃষ্টি-গুণাবলী-বৈশিষ্ট্য এবং মানবিক দায়িত্ব ও মানবতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে অবস্থান।
এ দুটি বিষয়ের পর ইনসানিয়াতের রাজনীতি মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র ও মানবতার বিশ্ব খেলাফতে ইনসানিয়াত (authority of life & state & world of humanity) তথা একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক ও সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখণ্ড দুনিয়া মানবতার বিশ্ব গড়ে তোলার বিপ্লব।
বর্তমান বিশ্বে দুইটি রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা আছে- ধর্মের নামে অধর্ম উগ্রবাদি রাজনীতি যার লক্ষ্য এক ধর্মের নামে রাষ্ট্র আর জাতীয়তাবাদী রাজনীতি ও জাতিরাষ্ট্র, যা মানবতাকে খন্ড বিখন্ড করে পরস্পরের শত্রু করে।
জাতীয়তাবাদ বস্তুবাদি মতবাদের একটি মেকানিজম যা মানবসত্তাকে বস্তুবাদি সত্তায় পরিণত করে মানুষকে মিথ্যা মূর্খতার ধারক ও অমানুষে পরিণত করে দুনিয়াকে কারাগার কসাইখানায় পরিণত করে। এই দুই অপরাজনীতি থেকে মুক্তির একমাত্র প্রাকৃতিক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্হার দিকদর্শন মানবতার রাজনীতি যার লক্ষ্য সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত মানবতার অখণ্ড অবিভাজ্য বিশ্বব্যবস্হা খেলাফতে ইনসানিয়াত (authority of life and state and world of universal humanity)।
ইনসানিয়াত জীবনের দল জীবননীতির ধারক এবং মানবতার রাজনীতির দিকদর্শন ও মানবতার রাষ্ট্রের রূপরেখা। যদিও নিছক রাজনৈতিক দল নয় জীবনের সার্বিক দর্শন, তারপরও রাজনৈতিক ময়দানে ইনসানিয়াত বিপ্লব মানবতা ভিত্তিক রাজনীতির দর্শন ও মানবতাভিত্তিক রাজনৈতিক দল হিসেবে পরিচিত।
(বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)
মন্তব্য করুন